সোমবার ২৮ এপ্রিল ২০২৫ - ১০:১১
ইরানে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪০; যথাযথ তদন্তের আহবান সর্বোচ্চ নেতার

ইরানের বন্দর আব্বাসে ২৬ এপ্রিল এক কন্টেইনার টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণে ৪০ জন নিহত ও ১,০০০+ আহত হয়েছেন। সরকার ২৮ এপ্রিল জাতীয় শোক দিবস ঘোষণা করে।

হাওজা নিউজ এজেন্সি: এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শহীদ রাজায়ী বন্দরের বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি নিহতদের জন্য আল্লাহর রহমত, আহতদের দ্রুত সুস্থতা ও শোকাহত পরিবারের ধৈর্য্য কামনা করেন।

এ ঘটনায় কোনো অবহেলা থাকলে তা চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নিরাপত্তা ও বিচার বিভাগকে নির্দেশ দেন। পাশাপাশি, রক্তদাতাদের সহানুভূতির জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রাথমিকভাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণে ত্রুটিকে দায়ী করা হচ্ছে। ইতিমধ্যেই দেশটির রাষ্ট্রপতি ড. মাসুদ পেজেশকিয়ান উচ্চস্তরের তদন্ত কমিটি গঠন করেছেন। 

রাশিয়া, চীন, সৌদি আরব, তুরস্কসহ বিভিন্ন দেশ ইরানের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছে এবং সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha